ABP Ananda LIVE: রামনবমীতে পথে নামছে তৃণমূলও। কলকাতা শুধু নয়, আসানসোল, শিলিগুড়ির মতো হিন্দিভাষী মানুষদের বসবাস যেখানে বেশি, সেইরকম এলাকায় মিছিল করবে রাজ্য়ের শাসক দল। জলপাইগুড়িতে আবার রামনবমীর শোভাযাত্রার আমন্ত্রণ জানিয়ে, বাড়িবাড়ি লিফলেট বিলি করছেন তৃণমূল কাউন্সিলর। অন্য়দিকে, নদিয়ায় শতাব্দী প্রাচীন রঘুনাথ জিউ মন্দির সংস্কারে, নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিলেন, শান্তিপুরের তৃণমূল বিধায়ক।